ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নির্বাচন অবাধ সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে: (সিইসি)


১৭ ডিসেম্বর ২০১৮ ০৬:০১

ছবি-নতুন সময়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই নির্বাচন অবাধ সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। আশা করছি সকল দল অংশগ্রহণ করবে।’
আজ রোববার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ৬টা ৪২ মিনিটে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনাররা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘সকলেই সহযোগিতা করবেন, আচরণবিধি সবাই মেনে চলবেন। নির্বাচনের নিয়মকানুন মেনে চলবেন।