ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


খালেদা জিয়ার প্রার্থীতা নিয়ে শুনানি আজ


১৪ ডিসেম্বর ২০১৮ ০০:২৬

ছবি সংগৃহিত

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৃথক রিট শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন একক বেঞ্চে আজ দুপুরে শুনানি অনুষ্ঠিত হবে।

১২ ডিসেম্বর বিকেলে প্রধান বিচারপতি এই বেঞ্চ ঠিক করে দিয়েছেন।

খালেদার প্যানেল আইনজীবী এ কে এম এহসানুর রহমান আজ সকালে গনমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার রিট তিনটি শুনানির জন্য ১, ২ ও ৩ নম্বরে রাখা হয়েছে।

দুপুর ২টায় এর ওপর শুনানি হবে।

এর আগে গত মঙ্গলবার কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এর ফলে খালেদা জিয়া ভোটে ফিরতে পারবেন কি না, তা আপাতত অমীমাংসিতই রয়ে যায়।

নিয়ম অনুসারে, বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়।

প্রধান বিচারপতি এ বিষয়ে শুনানির জন্য তৃতীয় একটি বেঞ্চ গঠন করে দিয়েছেন।

আজ সেই বেঞ্চই এ ব্যাপারে চূড়ান্ত আদেশ দেবেন।

খালেদা জিয়ার পক্ষে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তারা তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেন।