রাজধানীর পথে শেখ হাসিনা, বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন

টুঙ্গিপাড়া থেকে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীতে আসার পথে ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা।
আজ সকালে টুঙ্গিপাড়া ছাড়ার আগে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারকাজ শুরু করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
পরে তিনি বিকেলে নিজ নির্বাচনী এলাকায় এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
আজকে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী সড়ক মোড়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাইয়ের রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশেও বক্তব্য দেবেন।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা।
পর পর ছয়বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।