ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


শেখ হাসিনার জনসভা ঘিরে বর্ণিল সাজে সজ্জিত কোটালীপাড়া


১২ ডিসেম্বর ২০১৮ ০২:০৪

ছবি সংগৃহিত

আগামীকাল ১২ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

“দেশনেত্রীর আগমন উপলক্ষে পুরো এলাকা এখন মুখরিত বলে জানান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার।

সবাই এখন এটাই আলোচনা করছে। এ উপলক্ষে কোটালীপাড়াকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

“দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও আওয়ামী লীগের দুর্ভেদ্য এ ঘাঁটি থেকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে টানা তিনবার সরকার গঠন করবেন বলে আমরা আশা করছি।”

উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস জানান, জনসভার সব আয়োজন সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভাস্থল লাখ লাখ জনতার উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে। ১৬টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজার হাজার মানুষ বর্ণঢ্য শোভাযাত্রাসহ এ সভায় অংশ নেবেন। ইতোমধ্যেই জনসভা সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীও তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত।

কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, সব প্রস্তুতি শেষ করে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী দফায় দফায় সভায় বসছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছেন।

কোটালিপাড়া এলাকার জনগন বলেন,“হাসিনা কোটালীপাড়াবাসীকে প্রাণের চেয়ে বেশি ভালবাসেন।

আমরাও তাকে শ্রদ্ধা করি।

তাই তাকে ভোট দিয়ে আবার নির্বাচত করব।

জনসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা শুনব।”