ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


হিরো আলমের মনোনয়ন প্রাপ্তিতে এলাকায় মিষ্টি বিতরণ


১২ ডিসেম্বর ২০১৮ ০০:৩৬

ফাইল ফটো

অবশেষে হিরো আলম উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পেয়েছে।

এই আনন্দে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা সদরের স্থানীয় বাসস্ট্যান্ডে বিভিন্ন শ্রেণী পেশার জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক আহবায়ক গোলাম মোস্তফা কামাল শতশত মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।

হিরো আলমের মনোনয়নপত্র নির্বাচন কমিশনকে গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১০ ডিসেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিল।

১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

হিরো আলম মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন।

মনোনয়ন পত্র বাতিলাদেশের বিরুদ্ধে গতকাল রবিবার (৯ ডিসেম্বর) হাইকোর্টে রিট করেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

ওই রিটের আদেশে হাইকোর্ট নির্বাচন কমিশনকে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

হিরো আলম বলেন, উচ্চ আদালতের প্রতি আমার শেষ ভরসা ছিল।

উচ্চ আদালত আমাকে বৈধতা দিয়েছে।

ইসির প্রতি আমার আস্থা ছিল এবং আছে।

আমি নির্বাচনী এলাকায় যাব, সবাই আমার জন্য দোয়া করবেন।