ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


প্রার্থীতা নিয়ে খালেদার ফয়সালা হতে পারে আজ


১০ ডিসেম্বর ২০১৮ ২৩:১৯

ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না সে বিষয়ে আজ ফয়সালা হতে পারে।

দুর্নীতি মামলায় দুই বছরের অধিক সাজা হওয়ার কারণ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বগুড়া-৬ ও বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে তার মনোনয়নপত্র বাতিল করে দেন।

রিটার্নিং কর্মকর্তাদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল রোববার করা রিটের শুনানির দিন আজ সোমবার নির্ধারণ করেছেন হাইকোর্ট।

এদিকে ৮ ডিসেম্বর খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩ আসনের সবক’টির মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন
কমিশন।

সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেন।

আবার শুনানিতে খালেদা জিয়ার প্রার্থিতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার।

আর তাঁর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি ৪ জন।

পরে প্রার্থিতা বাতিল করা রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে রিট করেন তার আইনজীবী এজে মোহাম্মদ আলী।