প্রার্থীতা নিয়ে খালেদার ফয়সালা হতে পারে আজ
-2018-12-10-12-18-59.jpg)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না সে বিষয়ে আজ ফয়সালা হতে পারে।
দুর্নীতি মামলায় দুই বছরের অধিক সাজা হওয়ার কারণ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বগুড়া-৬ ও বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে তার মনোনয়নপত্র বাতিল করে দেন।
রিটার্নিং কর্মকর্তাদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল রোববার করা রিটের শুনানির দিন আজ সোমবার নির্ধারণ করেছেন হাইকোর্ট।
এদিকে ৮ ডিসেম্বর খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩ আসনের সবক’টির মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন
কমিশন।
সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেন।
আবার শুনানিতে খালেদা জিয়ার প্রার্থিতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার।
আর তাঁর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি ৪ জন।
পরে প্রার্থিতা বাতিল করা রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে রিট করেন তার আইনজীবী এজে মোহাম্মদ আলী।