দল বা ব্যক্তির প্রতি বিশেষ নজর নেই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চায়।
কোনো দল বা ব্যক্তির প্রতি কমিশনের বিশেষ নজর নেই বলেছেন,তিনি।
আজ ১০ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্বোধনী এক ব্রিফিং অনুষ্ঠানে তিনি একথা জানান।
কে এম নুরুল হুদা বলেন, ‘আমরা প্রশ্নবিদ্ধ নয় এমন একটি নির্বাচন করতে চাই।
রাজনৈতিক কোনো দল যেন এ বিষয়ে কোনো প্রশ্ন করতে না পারে।
অর্থাৎ নিরপেক্ষ থেকে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই।’
ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সিইসি বলেন, নির্বাচনের যে চারদিন আপনারা দায়িত্ব পালন করবেন তা যেন প্রশ্নের ঊর্ধ্বে থাকে।