আজ প্রতীক বরাদ্দ, ভোট উৎসব শুরু

আজ ১০ ডিসেম্বর ৩০০ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিবে ইসি।এর পরই আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে পারবে নিজ নিজ আসনের প্রার্থীরা।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘সোমবার প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে।’
রোববার সন্ধ্যা ৫টায় শেষ হয়েছে প্রার্থিতা প্রত্যাহারে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়। এখন ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবেন রিটার্নিং কর্মকর্তারা।
এছাড়া বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবার নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলই নির্বাচনে প্রার্থী দিয়েছে। নির্বাচনের তফসিল ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দল ও জোটগুলোকে চূড়ান্ত প্রার্থী তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে, যার অনুলিপি দিতে হবে নির্বাচন কমিশনে।
প্রচারের সময় আচরণবিধি ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা করতে এরই মধ্যে ৬০০ জন বিচারিক হাকিম এবং এক হাজার নির্বাহী হাকিম মোতায়েন করেছে ইসি।
আবার নির্বাচনী প্রচারে কোনো রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা যাবে না।
সাদা-কালো পোস্টারের আকার হবে ৬০/৪৫ সেন্টিমিটার।
ব্যানারের আকার হতে হবে ৩/১ মিটার (সর্বোচ্চ)।
৩০ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।