দুই দলই বিদ্রোহীদের নিয়ে ঝামেলায় !

আওয়ামী লীগ এবং বিএনপি, দুই দলই বিদ্রোহী প্রার্থীদের নিয়ে ঝামেলায় রয়েছে।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে অন্তত ৮০ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিবিসি।
এদরে মধ্যে যদিও অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তবে এখনো ৫০জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এদিকে নির্বাচনে অংশ নেয়া থেকে সরে দাঁড়াতে চাইলে আজকের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাকে এই বিষয়টি সামাল দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে।
বিদ্রোহীরা যাতে প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং দলে অসন্তোষ কমে আসে, সেজন্য দলীয় প্রার্থীদের বাইরে অন্যদের সরে আসার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একটি চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে।
তবে,বিএনপির অসন্তোষের ব্যাপারটি প্রকাশ্যে বেরিয়ে এসেছে।
দলটির মনোনয়ন বঞ্চিত কয়েকজন নেতার সমর্থকরা বিএনপির পল্টনের কার্যালয় এবং গুলশানে চেয়ারপার্সনের কার্যালয় ঘিরে বিক্ষোভ করেছে এবং সেখানে ভাঙচুরও করেছে।
এক পর্যায়ে পল্টন কার্যালয়ে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল।
মধ্যরাতেও গুলশানে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।
শেষ পর্যন্ত মধ্যরাতে চেয়ারপার্সনের কার্যালয়ের ভেতর থেকে মাইকিং করে তাদের চলে যেতে অনুরোধ করা হয়।