আজ বেগম রোকেয়া দিবস

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস।
রোকেয়া দিবস উপলক্ষে ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এছাড়াও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া পদক-২০১৮ প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
আর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করেন বেগম রোকেয়া।
রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন তিনি।
এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও নারী জাগরণের অগ্রদূত ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনাগুলো হলো- পিপাসা (১৯০২), মতিচূর (১৯০৪), সুলতানার স্বপ্ন (১৯০৮), সওগাত (১৯১৮), পদ্মরাগ (১৯২৪) ও অবরোধবাসিনী (১৯৩১)।