প্রার্থীতা প্রত্যাহারের আজ শেষ দিন

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের আজ শেষদিন।
আজ বিকেল ৫টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীবে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত বার্তাবাহকের মাধ্যমে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন।
আর আগামীকাল ১০ ডিসেম্বর রিটার্নিং অফিসাররা ৩০০ আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন।
তবে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় গত কয়েকদিনে অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ।
আজও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন ।
নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের ২১ দিন আগে প্রার্থীরা প্রচার শুরু করতে পারেন।
৩০ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।