ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আটকে রইল খালেদা জিয়ার প্রার্থীতা


৯ ডিসেম্বর ২০১৮ ০২:৩৫

ফাইল ফটো

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ এই তিন আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র আপিল শুনানিতে স্থগিত করেছে ইসি।

তবে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে মনোনয়ন স্থগিত করা হলেও পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আজ শনিবার আপিলের শুনানি শেষে তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করে ইসি। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া লড়তে পারবেন কি না, তা এখনো সমাধান হল না।

খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

তবে তিনি দুই বছরের বেশি দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

এরপর খালেদা জিয়ার পক্ষ থেকে ইসিতে আপিল করা হয়।