শেষ দিনের আপিল শুনানি চলছে

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন প্রত্যাশীদের করা আপিল আবেদনের ওপর নির্বাচন কমিশনে শেষ দিনের আপিল শুনানি শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় নির্বাচন ভবনের ১১তলায় অস্থায়ী এজলাসে এ শুনানি শুরু হয়।
শুনানিতে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্যান্য কমিশনাররা।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, সকাল ১০টা থেকে আপিল আবেদন দাখিলের ক্রমানুসারে শুনানি চলবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ ২৩৩টি আপিল আবেদনের ওপর শুনানি হবে। এসব আবেদনের মধ্যে রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়া, টাঙ্গাইল-৪ ও ৮ আসনের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-১৭ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্রের ওপর শুনানি করবে ইসি।
সূত্রে আরো জানা গেছে, গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন।
এর পরিপ্রেক্ষিতে গত ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৫৪৩ জন প্রার্থী আপিল আবেদন করেন ইসিতে। এর মধ্যে ১৫৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।
১০ ডিসেম্বরের পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারনা করতে পারবে।
আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।