অবশেষে মির্জা আব্বাসের মনোনয়ন বাতিল

আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়ন বাতিল করেছেন ।তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা মির্জা আব্বাসের মনোনয়ন পুনরায় যাচাই-বাছাই শেষে নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করেন।
গত ২৮ নভেম্বর মির্জা আব্বাসের পক্ষে তার সমর্থকরা নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দিতে যায়। রিটার্নিং অফিসারের কর্মকর্তারা মনোনয়নপত্র জমা নিতে অস্বীকৃতি জানান।
মির্জা আব্বাসের পক্ষের দাবি তারা ছবি দেখেই মনোনয়নপত্র জমা নিতে তালবাহান করেন । অপরদিকে নির্বাচনী কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় শেষ হওয়ায় তা জমা নেয়া সম্ভব হয়ে ওঠেনি।
পরবর্তীতে ১ ডিসেম্বর মির্জা আব্বাসের মনোনয়পত্র নির্বাচন কমিশন অফিসে জমা দেন। ২ ডিসেম্বর মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌছানোর কথা থাকলেও তা তা সম্ভব হয়নি।
তাই মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্নের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট করে।
মঙ্গলবার হাইকোর্ট জেলা রিটার্নিং অফিসারকে ২৪ ঘণ্টা সময় দেয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের।তখন তিনি ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন ।
তারপর ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।
এফ,আর