ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


টাক্স দিতে ডিএনসিসিতে যেতে হবে না


৬ ডিসেম্বর ২০১৮ ০৫:৫২

ছবি সংগৃহিত

দীর্ঘ লাইনের ঝক্কি ঝামেলা পেরিয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স'র ফি দিতেন নগরবাসী।

তাই নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)এখন অনলাইনের মাধ্যমে এগুলো আদায়ের ব্যাবস্থা করেছে।

ফলে উত্তরের বাসিন্দাদের আর ট্যাক্স দিতে যেতে হবে না।

বুধবার গুলশানস্থ নগর ভবনে এ বিষয়ে পাঁচটি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ডিএনসিসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংকক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

এ অনুষ্ঠানে ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা বলেন, এর ফলে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

এখন মানুষ ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি জমা দিতে পারবেন। মানুষের সময়, শ্রম, অর্থের সাশ্রয় হবে।নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে ডিএনসিসি অঙ্গীকারাবদ্ধ।

সেবা সহজীকরণের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সভাপতির বক্তব্যে ডিএনসিসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বলেন, উন্নত বিশ্বের মতো আমরাও ‘পেপারলেস অফিস’, ‘ক্যাশলেস ট্রানজেকশন’ এর দিকে যাচ্ছি।

অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের মধ্য দিয়ে নাগরিকদের বিড়ম্বনা দূর হবে। সিটি কর্পোরেশনের উপরও আস্থা বৃদ্ধি পাবে।

ডিএনসিসি-র সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, সেবা আপনার কাছে যাবে, আপনাকে সেবার কাছে যেতে হবে না - এ ধরণের ভাবনা থেকে এই উদ্যোগ নেয়া হয়।

এর ফলে নাগরিকগণ উপকৃত হবেন পাশাপাশি ডিএনসিসি-র সুনাম বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরবান পাবলিক এন্ড এনভারনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলাপমেন্ট এর উপ প্রকল্প পরিচালক উত্তম কুমার কর্মকার, ডিএনসিসি-র প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আবদুল হামিদ মিয়া, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আবদুল গফুর, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার আতাউর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মশিহুর রহমান, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, ডাচ-বাংলা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মঞ্জুর মফিজ উপস্থিত ছিলেন।

এমএল