আরেকজন গানম্যান চান ইসি সচিব

নির্বাচনকালীন নিরাপত্তার জোরদারের জন্য আরেকজন গানম্যান চেয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে গানম্যান চেয়ে এই আবেদন করেন ইসি সচিবের একান্ত সচিব মোহাম্মদ আল-মামুন।
ওই আবেদনপত্রে উল্লেখ করা হয়, ‘বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিবের নিরাপত্তার জন্য ডিএমপি প্রটেকশন বিভাগ থেকে নিযুক্ত পিস্তুলসহ একজন দেহরক্ষী বা গানম্যান বর্তমানে কর্তরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলাকালে এবং নির্বাচনোত্তর কিছুকাল সচিবের জন্য নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে পিস্তুলসহ দেহরক্ষী বা গানম্যানের পাশাপাশি শর্টগানসহ আরেকজন দেহরক্ষী বা গানম্যান নিযুক্ত করা প্রয়োজন। সচিব হেলালুদ্দীন আহমদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জরুরিভিত্তিতে শর্টগানসহ একজন দেহরক্ষী বা গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’