বগুড়ায়-৩ আসনের প্রার্থী গ্রেফতার

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের মামলায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এক প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত আব্দুল কাদের জিলানী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) দলীয় প্রার্থী। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানা গেছে।
গতকাল দিবাগত রাতে আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়,আব্দুল কাদের জিলানী একজন আদম ব্যবসায়ী।
বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৫ সালে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।