ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আজ ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন


৪ ডিসেম্বর ২০১৮ ২২:৪০

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ অনুষ্ঠিত হবে।সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নীল দল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।

অন্যদিকে সাদা দল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন সংগঠনটির সাবেক আহ্বায়ক ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

উল্লেখ্য,গত কয়েক বছর ধরেই নীল দল এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসছে।