ইসিতে আপিল করল ডা.ইমরান

ডা. ইমরান এইচ সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে(ইসি) আপিল করেছেন।
আজ সকালে প্রার্থিতা বহালের জন্য ইসিতে আপিল করেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।তিনি বলেন, যেসব কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে,তাতে দেশে কোনো বৈধ প্রার্থী থাকার কথা নয়।
গনজাগরণ মঞ্চের মুখপাত্র আরও বলেন, আমার সমর্থকদের নামের সিরিয়াল একটু এদিক-সেদিক হওয়ায় মনোনয়ন বাদ দেয়া হয়েছে।
বাড়তি আরও ৫০০ সমর্থন ছিল আমার।কিন্তু তারা সেটি নেননি।