বাসগুলোর যেমন গতি তেমনই অনিয়মের পায়তারা

রাজধানীর বাসের বেপরোয়া গতি না থামতেই এখন আরেক পায়তারা। শাহবাগ মোড়ের পূর্বদিকের অংশের সিগন্যাল ছাড়া হয়েছে। ঘড়িতে ঠিক তখন বিকেল চারটা বেজে কয়েক মিনিট। মোড় অতিক্রম না করতেই বেপরোয়া ভাবে বাসগুলো এসে ফার্মগেটমুখী রাস্তার জেব্রা ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে যাত্রী তোলার পায়তারা চলছে।
বুধবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে যানবাহনের এসব অনিয়মের পায়তারা দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সামনের ওভারব্রিজ থেকে শুরু হয়ে হাসপাতাল গেট পর্যন্ত বাস স্টপেজ। এখানে দাঁড়িয়ে যাত্রী তুলতে তেমন কোনো বাসকে দেখা যায় নি। অধিকাংশই শাহবাগ মোড় থেকে যাত্রী তুলছে। পরীবাগ এলাকায় সিগন্যাল পড়লে এই স্টপেজের সামনে বাসগুলো থামছে। অন্যথায় স্টপেজে না দাঁড়িয়ে চলে যাচ্ছে।
জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে যাত্রী নিতে দেখা গেছে তানজিল পরবিহন, বিহঙ্গ, বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন, বিআরটিসি’সহ অধিকাংশ পরিবহনের বাসগুলোকে। স্টপেজ বাদ দিয়ে যাত্রী তোলার কারণ জানতে চাইলে বিআরটিসি বাসের হেলপার সাব্বির বলেন, আগে যাত্রীদের সচেতন করেন, তারা স্টপজে না দাঁড়িযে এখানে দাঁড়ালে তো আমাদের তুলতে হয়। আর স্টপেজ দূরে হওয়ায় সেখানে নামতে চান না।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদু্জ্জামান মিয়া স্টপেজে অবস্থান করে যাত্রী ওঠানামার কথা বলেছেন। যে কারণে অন্য সময়ের তুলনায় শাহবাগে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। সঙ্গে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরাও রয়েছেন। কিন্তু যাদের জন্য এতো নিয়ম তারাই তা তোয়াক্কা করছেন না।
আরআইএস
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন...