ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


‘প্রতিবন্ধীদের অবহেলা করার কোনো সুযোগ নেই’


৪ ডিসেম্বর ২০১৮ ০০:০১

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবহেলিত জনগোষ্ঠী হিসেবে প্রতিবন্ধীদের মানুষ হিসেবে গণ্য করা হতো না। আমরা যেন তাদের অবহেলা না করি, মানুষ হিসেবে তাদের যে অধিকার তা যেন দিতে পারি। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের শিক্ষা উপবৃত্তি দিচ্ছি প্রায় প্রাথমিক থেকে একেবারে মানে, এখন এমন ব্যবস্থা করে দিয়েছি যে ডিগ্রি পর্যন্ত, তার ওপরে কেউ যদি পিএইচডি করে, তার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। প্রায় ২ কোটি ৪ লক্ষ শিক্ষার্থী-ছাত্রছাত্রী এই ভাতা পাচ্ছে। আমরা প্রতিবন্ধীদের জন্যও ভাতার ব্যবস্থা রেখেছি, যাতে তারা আরও লেখাপড়া করতে পারে। প্রতিবন্ধীদের ভেতর যে শক্তি আছে, যে মেধা আছে তা যেন ব্যবহার করতে পারি। তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের প্রতিবন্ধী খেলোয়াড়রা সব সময় বাংলাদেশের জন্য স্বর্ণ অর্জন করে।

তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের যারা দেখাশুনা করেন তাদেরকে, যারা প্রশিক্ষণ দেন তাদেরকে আরও যুগোপযোগী পদ্ধতিতে প্রশিক্ষণ যাতে পান, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিচ্ছি। কারণ, এটা একান্তভাবে প্রয়োজন এবং যে প্রতিষ্ঠানগুলি আমি দেখেছি যে, প্রতিবন্ধীদের শুধু দেখাশুনা না, তাদের বিভিন্ন ট্রেনিং দেন, সেখানে আমরা অভিভাবক, বাবা-মা এবং যারা শিক্ষার্থী, যারা শিক্ষা প্রদান করেন এবং তাদের সকলের জন্য আমি মনে করে যুগোপযোগী ট্রেনিংয়ের একান্ত প্রয়োজন। সেই প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা করে দিয়েছি, যাতে একটা প্রতিবন্ধীর সাথে কীভাবে আচরণ করতে হবে, কীভাবে শিক্ষা দিতে হবে, সেই ট্রেনিং এর জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, কোটা বাতিলের দাবিতে আন্দোলন হয়েছিলো, কয়েকদিন পরপরই আন্দোলন হতো। তাই কোটা পদ্ধতি বাতিল করা হলেও প্রতিবন্ধীসহ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আলাদা নীতিমালা প্রণয়নের কাজ চলছে।