ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


হিরো আলমের মনোনয়নপত্র বাতিল


৩ ডিসেম্বর ২০১৮ ০০:০৩

ছবি সংগৃহিত

আলোচিত মডেল অভিনেতা হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে হিরো আলমের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন আজ।

হিরো আলম জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম)আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

তার প্রকৃত নাম আশরাফুল ইসলাম।মিউজিক ভিডিওর সুবাদে তিনি হিরো আলম খ্যাতি পান।

নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন হিরো আলমের মনোনয়ন বাতিল ঘোষণার বিষয়ে বলেন,‘কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে।

তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করা দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’

২৮ নভেম্বর কর্মী-সমর্থকদের নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

এমএল