চালক ঘুমে : ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত

পাবনায় ট্রাক উল্টে খাদে পড়ে তিন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
আজ সকাল সাড়ে ৭টার দিকে পাবনা শহরের বাইপাস মোড়ের রামানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার চাটমোহর উপজেলার বালুদিয়া গ্রামের আলী আশরাফের ছেলে শাহিন আলম (৫০), একই উপজেলার আটলঙ্কা নতুনপাড়া গ্রামের অম্বর আলীর ছেলে আহমেদ আলী (৪৮) এবং কচুগাড়ি গ্রামের শাহিনের ছেলে রবিউল (৪৫)।
আজ সকালে মালবোঝাই একটি ট্রাক গাছপাড়া দিয়ে ঢুকে বাইপাস মোড়ে যাচ্ছিল বলেন, পাবনা সদর থানার উপ পরিদর্শক (এসআই) রাফসানজানী ইসলাম ।
এমন সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে গেলে ট্রাকের উপরে থাকা তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।সেই সাথে আরো দুজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আরো বলেন,‘ট্রাকের চালক ঘুমিয়ে পড়ার কারণে সম্ভবত ট্রাকটি উল্টে গেছে। ঘটনার পর পরই চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা হয়েছে।’
এমএল