ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু


২ ডিসেম্বর ২০১৮ ২২:৪২

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে আজ রোববার। ৩০৫৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

ইতিমধ্যে ঋণখেলাপি সনাক্ত করতে বাংলাদেশ ব্যাংকে প্রার্থীদের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন।

পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। গত ২৮ নভেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।

সারাদেশের মোট ৩০৫৬ মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহীতে ৩৫৩, খুলনায় ৩৫১, বরিশাল ১৮২, ময়মনসিংহে ২৩৬, ঢাকায় ৭০৮, সিলেটে ১৭৭ ও চট্টগ্রামে ৬৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। সর্বোচ্চ মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৮ আসনে। এ আসনে ২২ জন। আর সর্বনিম্ন মনোনয়নপত্র জমা পড়েছে মাগুরা-২ আসনে। এ আসনে চারজন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।