ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ইজতেমা মাঠে জমায়েত নিষিদ্ধ করেছে ইসি


২ ডিসেম্বর ২০১৮ ০১:৫৪

ফাইল ফটো

নির্বাচনের আগে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগ জামাতকে কোনো ধরনের অনুষ্ঠান না করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে শুক্রবার ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার,জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন ।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ ৩০ ডিসেম্বরের আগে ওই মাঠে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখা হবে। পুলিশকে এ নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

গত ২৪ নভেম্বর তাবলীগ জামাত বাংলাদেশের একটি অংশের পক্ষ থেকে ইসিতে চিঠি দিয়ে টঙ্গীর ইজতেমা মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ভয়াবহ অবনতির শঙ্কা’ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

তাবলীগ জামাতের একটি পক্ষ আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি এবং অন্যপক্ষ ১৮, ১৯ ও ২০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তারিখ নির্ধারণ করেছিল। এ নিয়ে দ্বন্দ্বের মধ্যে গত মাসে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব স্থগিত করা হয়।

গত ১৬ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে তাবলীগের দুই পক্ষকে নিয়ে এক বৈঠকে সিদ্ধান্ত হয়, উভয়পক্ষের মধ্যে সমাঝোতার মাধ্যমে বিশ্ব ইজতেমার একটি তারিখ নির্ধারণে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের দেওবন্দে যাবে।