বাইপাইলে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ তিন

সাভার আশুলিয়ার বাইপাইলে একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি ও ছেলে দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের ডিএমসিএইচ বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ ১ ডিসেম্বর সকার পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আকরাম(৩৫),তাঁর স্ত্রী লাভলী (২৫) ও ছেলে হোসেন মোহাম্মদ আশিক (৮)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।বাইপাইলে এসএ পরিবহন কার্যালয়ের পাশে মোস্তফা নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকত পরিবারটি।
আজ শনিবার ভোর পাঁচটার দিকে চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আকরাম ও তাঁর স্ত্রী এবং তাদের শিশু সন্তান দগ্ধ হন বলে জানান তিনি।
আকরামের ৯০ শতাংশ, স্ত্রীর ৬০ শতাংশ এবং ছেলে আশিকের ৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন বাচ্চু মিয়া ।
এমএল