খুলনায় মন্ত্রীর জামাতাকে গুলি

খুলনায় মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা প্রভাষ কুমার দত্ত(৫৬) নিজের বাসায় সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন।তিনি বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএম।
কে কেন তার ওপর এ হামলা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সোনাডাঙ্গা থানার ওসি মন্তাজুল হক জানান,শুক্রবার ৩০ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে নগরীর বকশীপাড়ার বাসায় প্রভাষ কুমার দত্তকে গুলি করা হয়।
পেটে গুলিবিদ্ধ ব্যাংকার প্রভাষ এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম প্রভাষ সোনাডাঙ্গা থানার বকশীপাড়ায় নিজের দোতলা বাড়িতে একাই থাকতেন।গত বছর তার স্ত্রী মারা গেছেন। তাদের কোনো ছেলে-মেয়েও নেই।
প্রভাস কুমার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন বলেন ওসি মন্তাজুল।রাত ১০টা ১০ মিনিটের দিকে তিনি বাসায় ফেরেন।
“দোতালায় বেডরুমে ঢোকার সময় তাকে একজন গুলি করে পালিয়ে যায়।”
একই বাড়ির নিচতলায় প্রভাষের ছোট ভাই পরিবার নিয়ে থাকেন। তারা ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
খুলনার পুলিশ কমিশনারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার কারণ অনুসন্ধান ও হামলাকারীকে ধরতে চেষ্টা চলছে বলে জানান ওসি ।
এমএল