মিরপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা
-2018-09-05-22-13-52.jpg)
রাজধানীর মিরপুরের শাহ আলীতে শাহিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী নিরব। এ ঘটনায় নিহতের স্বামী নিরব পলাতক রয়েছেন।
বুধবার (০৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলী এলাকার ডি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ীতে। বুধবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে শাহ্ আলী থানা পুলিশ।
এ বিষয়ে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মনিরুজ্জামান জানান, মিরপুর ১ নম্বর সেকশনে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) পারিবারিক কলহের জের ধরে শাহিনাকে বেদম মারধর করে নীরব মিয়া। মারধরের কারণে এক পর্যায়ে সে মারা যায়। পরে সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দীতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
নিহদের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, নিহতের স্বজনরা জানায়, নিরব যৌতুকের জন্য প্রায়ই মারধর করত।
এমএ