তাবলীগ জামায়াতের দুগ্রুপের সংঘর্ষে আহত ২০

তাবলীগ জামায়াতের দুগ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ধাওয়া-পাল্টা শুরু হওয়ার পর বিমানবন্দর থেকে উত্তরাগামী সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শনিবার সকাল ১০টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে বিশ্বনবী (স.) দারুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
তাবলীগ জামায়াতের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এক পক্ষ বিমানবন্দর গোলচত্বর অবরোধ করে রাখে। যানজট বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত পৌছে যায় খুব অল্প সময়ের মধ্যে। এর ফলে রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষত সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ের বিমানের যাত্রীরা।
উত্তরার আব্দুল্লাহপুরেও তাবলীগ জামাতের আরেকটি গ্রুপ রাস্তায় অবস্তান নেয়।