ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


চট্টগ্রামে সুতার গোডাউন জ্বলছে !


১ ডিসেম্বর ২০১৮ ০৬:৩৪

প্রতীকি  ছবি

বন্দর নগর চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় একটি সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ।তবে এই ঘটনায় এখনও কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি ।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জসিম বলেন , আজ বিকেল ৪ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে ।

সুতার গোডাউন থেকে আগুন দ্রুত পাশে থাকা পূরবী সিনেমা হলের ভিতরে ছড়িয়ে যায় বলে জানান তিনি ।

তিনি আরও বলেন , এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৭টি গাড়ি কাজ করছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি ।

কর্ণফুলী নদীতে মাছ ধরার জন্য জালের সুতার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। এর পাশে রয়েছে সুতা ও জাল বিক্রির অনেক দোকান।


এফ,আর