ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ট্রাকে লবণের বদলে ইয়াবা !


১ ডিসেম্বর ২০১৮ ০৫:৩১

ছবি সংগৃহিত

রাজধানীর পূর্বাচলে ছয় হাজার ইয়াবাসহ ব্যবসায়ী কোরবান আলী মুন্সি (৪০) ও মো. খোকন (৩৭) নামের দু’জনকে আটক করেন র‌্যাব-৩। 

আজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব এ তথ্য জানান।

র‍্যাব-৩ বলেন যে,গতকাল তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ট্রাকে করে টেকনাফ থেকে মাদক ঢাকায় আসছে । এই তথ্যে জানার পর তারা পূর্বাচলের তিন শ ফিটে তল্লাশি চৌকি বসায়। যখন ট্রাকটি তল্লাশি চৌকির সামনে আসে তখন থামতে বলে র‍্যাব।

গাড়ি চালক মো. খোকন কোন কিছু না মেনে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করেন । পরে র‌্যাব পিছু নেই এবং কুড়িল প্রগতি সরণি থেকে ছয় হাজার পিছ ইয়াবাসহ ট্রাকটি আটক করে ।

র‌্যাব আরও জানান যে , মাদকবিরোধী অভিযানের কারণে ব্যবসায়ীরা এখন নিত্যনতুন কৌশলের আশ্রয় খুজছে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তারা লবণের গাড়িতে ইয়াবা পাচার করছিল।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে আসামিরা মিয়ানমার থেকে ইয়াবা এনে নিয়মিত ব্যবসা করার কথা স্বীকার করছে ।

মাদকবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
এফ,আর