ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আলী হোসেন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড


৩০ নভেম্বর ২০১৮ ০৬:১৯

সাবেক কলেজ শিক্ষক আলী হোসেন মালিক হত্যা মামলায় তার দুই কর্মচারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল মামুন দুই বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন গৃহপরিচারক সায়েদ ফকির ওরফে সাইফুল এবং মো. সুজন। আদালতের রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তারা। আদালতের এমন রায় শুনে তারা কান্নায় ভেঙে পড়েন। কান্নায় ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহাবুদ্দিন মিয়া।

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি একটি ধারায় ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে আসামিদের। হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি গাড়িচালক মাসুদ মল্লিককে বিচারক খালাস দিয়েছেন।

আলী হোসেন মালিক অবসরে যাওয়ার আগে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তার আগে ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেন।

২০১৬ সালের ১১ অক্টোবর বনানী ডিওএইচএসের এক বাসায় খুন হন আলী হোসেন। হাত-পা বেঁধে ছুরি মেরে তাকে হত্যা করা হয়।

এমএ