ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দুই শিক্ষকসহ সড়ক দূর্ঘটনায় নিহত চার


২৯ নভেম্বর ২০১৮ ২২:২৮

প্রতীকি ছবি

সিরাজগঞ্জ ও বাগেরহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই স্কুলশিক্ষকসহ চার জন নিহত হয়েছে।

এছাড়া আহত হয়েছে আরো দু’জন।

গতকাল বিকেলে বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক এবং গভীর রাতে সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে।

বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

২৮ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে মোল্লাহাটের জয়ডিহি কাহালপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে এই দুই স্কুলশিক্ষক মারা যান।

নিহত শিক্ষকরা হলেন মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) ও একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩)। তাঁদের বাড়ি সরোসপুর গ্রামে।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষক।

এমন সময় গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি ট্রাক মহাসড়কের ওই এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই ব্যাপারে পুলিশ বলছে, ট্রাকটিকে শনাক্ত করতে কাজ চলছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জ:

এদিকে সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে দুইজন । ২৮ নভেম্বর রাত সোয়া ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতদের মধ্যে একজন এক ট্রাকের চালক ও অপরজন তার সহকারী।তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তবে,আহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলীদাস পাড়া গ্রামের শক্তি মহন্তের ছেলে উজ্জ্বল মহন্ত (৩৫) ও যশোহর জেলার মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)।

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, রাতে উত্তরাঞ্চল থেকে ধান বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি সয়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হন।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএল