ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নারায়ণগঞ্জের এসপি প্রত্যাহার


২৯ নভেম্বর ২০১৮ ২২:১৯

ফাইল ফটো

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সহকারী সচিব নুরুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহারের আদেশ স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

গত ২৫ নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ করে ২০-দলীয় জোট। সে সময় ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমেদ সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের এসপির স্ত্রী ফাতেমাতুজ্জহুরা আওয়ামী লীগের বর্তমান এমপি। এ অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও ওই এসপির পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

এছাড়া গণমাধ্যমে নাটোরের জেলা প্রশাসক গোলামুর রহমানের বিরুদ্ধে একজন নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানি করার অভিযোগ উঠলে গত ২৬ নভেম্বর ইসির নির্দেশে তাঁকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জের লৌহজং ও রংপুরের মিঠাপুকুর থানার ওসিকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।

আরকেএইচ