ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দুদকের মামলায় খোকাসহ চারজনের রায় আজ


২৮ নভেম্বর ২০১৮ ২২:০৬

ফাইল ফটো

সাবেক ডিসিসি মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আর্থিক ক্ষতিসাধনের মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। গত ১৯ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এ মামলার রায়ের দিন ধার্য করেন।

প্রায় ৬ বছর আগে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি করেন। খোকা ছাড়াও এ মামলার অপর তিন আসামি হলেন- ডিসিসির ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ব্যবস্থাপক এইচএম তারেক আতিক। দুদকের আইনজীবী মো. রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্তরা ডিসিসির বনানী সুপারমার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কারপার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন। চারটি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামে এক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু পরে সাদেক হোসেন খোকা অন্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এতে ডিসিসির ফেব্রুয়ারি-২০০৩ থেকে ফেব্রুয়ারি-২০১১ সাল পর্যন্ত ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ক্ষতি করেন এই চারজন।

এ ঘটনায় ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলা করেন। একই বছরের ৮ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। আজ সেই মামলার রায়।

আরকেএইচ