প্রতিষ্ঠান লুটের প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন ও সমাবেশ

সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ ও দেশ টিভি- বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি’র সাংবাদিক কার্যালয় লুটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনি প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব এ মানববন্ধন সমাবেশের আয়োজন করে।
মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা একেএম ইমদাদুল হক। সমাবেশে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জিএম আল ফারুক, চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ মোহন ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, সহ সভাপতি আব্দুল আলীম, রিপোর্টার্স ক্লাবের আহবায়ক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম কার্যালয়ে যারা হামলা ও লুট করে তারা মানবতার দুশমন। সাংবাদিক কার্যালয়ে হামলা ও লুটের ধৃষ্টতা দেখানোর ঘটনা এটি একটি দুঃসাহস। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ নিতে হবে।
এমএ