নিহত অজ্ঞাত নারীর পরিচয় সনাক্ত

রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় ম্যানহোল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নিহত নারীর পরিচয় সনাক্ত হয়েছে।
বুধবার (৫সেপ্টেম্বর) দুপুরে নিহতের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে তার মরদেহ সনাক্ত করেন।
এর আগে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খিলগাঁ দক্ষিণ গোড়ান নবীনবাগ এলাকার একটি ম্যানহোল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছেলে মোহাম্মদ পারভেজ জানান, তার মায়ের নাম পারভীন আক্তার(৩৫)। তিনি যাত্রাবাড়ী মাতুয়াইল কাউন্সিল এলাকায় থাকতেন। তিনি ফেড়ি করে কাপড় বিক্রি করতেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাম গোপালপুর।
ছেলে জানান, তার বাবা মুকুল হোসেনের সাথে প্রায় ৯/১০ বছর আগে বিবাহবিচ্ছেদ হয় তার মায়ের। এরপর বছর খানেক আগে সাগর নামের এক যুবকের সাথে প্রেম করে বিয়ে হয় তার। সাগর গুলিস্তানে বিভিন্ন দোকান প্রতিষ্ঠানে ফিল্টার পানি সরবারহ করেন। স্বামী সন্তান নিয়ে মাতুয়াইল কাউন্সিল এলাকার ভাড়া বাসায় থাকতেন।
গত বুধবার বিকেলে কাপড় বিক্রির জন্য বাসা থেকে বের হন তিনি। অনেক রাত হয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় রাত ১২টার দিকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আর কোনো হদিছ পাওয়া যাচ্ছিলোনা তার। যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় তার সন্ধানের জন্য যোগাযোগ করা হয়।
তবে এ হত্যাকান্ডের কোনো কারণ বা কাউকে সন্দেহ করতে পারছেন না স্বজনরা।
নিহতের স্বামী সাগর দাফনের জন্য মৃতদেহ বুঝে নেন।
একেএ