‘চরম অ্যাকশনের আগে নিজেদের নিয়ন্ত্রণ করুন’

একাদশ জাতীয় নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘চরম অ্যাকশনে’ যাওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ধৈর্য সহকারে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
সোমবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
সিইসি বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে। ভোটকেন্দ্রে যাবেন আবাধে। চরম অ্যাকশন যেটা বলা হয় সেটাকে যতদূর পারেন আপনাদের নিজেদের বিবেচনায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে পরিবেশ-পরিস্থিতি শান্ত হবে।’
রক্তপাত নয়, কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।