ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ইটিভি ভবনে আগুন নিয়ন্ত্রণে


২৬ নভেম্বর ২০১৮ ২৩:১১

ছবি সংগৃহিত

রাজধানীর কাওরানবাজারে ইটিভি ভবনের আগুন নিয়ন্ত্রন করেছে ফায়ার সার্ভিস।তবে,ভবনটির নীচ তলা থেকে এখনও প্রচুর পরিমান ধোয়া বেরুচ্ছে ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্যাসের চুলায় ব্যবহৃত সিলিন্ডারে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কাওরানবাজারের জাহাঙ্গীর টাওয়ারের পাশের গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একুশে টেলিভিশন ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর টাওয়ারের পাশের গলিতে বেশ কিছু অবৈধ চায়ের দোকান রয়েছে।এই সব চায়ের দোকানে গ্যাসের চুলায় ব্যবহৃত সিলিন্ডারে এই আগুনের সূত্রপাত ঘটে।আর মুহুর্তেই আগুন নিচ ও দ্বিতীয় তলা থেকে আশপাশে ছড়িয়ে পড়ে।এই পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।