ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ


২৬ নভেম্বর ২০১৮ ২৩:০৩

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ মুহূর্তে যথেষ্ট গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশ বজায় আছে বলে মনে করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। তাই আসন্ন নির্বাচনে সংস্থাটি কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছে।

রোববার (২৫ নভেম্বর) হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশে সফররত ইইউ পার্লামেন্টারি বোর্ডের প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইইউ পার্লামেন্টারি সদস্য হিসেবে প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছে। এ মুহূর্তে এখানে পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। আমাদের কিছু ভুল ধারণা ছিল এ দেশের মানবাধিকার ও কাজের পরিবেশ নিয়ে। কিন্তু পর্যবেক্ষণের পর আমাদের ধারণা বদলে গেছে। আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচন করবে পরবর্তীতে কারা সরকার গঠন করবে। এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আমরা আশা করছি। আর যেহেতু নির্বাচনের যথেষ্ট গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে; তাই ইইউ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না। সাধারণত ইইউ থেকে সেসব দেশেই নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হয়, যেখানে নির্বাচন নিয়ে সহিংসতামূলক কর্মকা-, ভোট কারচুপিসহ বিভিন্ন নেতিবাচক আশঙ্কা থাকে।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক খাতে যে উন্নয়ন করেছে এবং এটি যে একটি ইতিবাচক রাষ্ট্র তা বিশ্বের কাছে উপস্থাপন জরুরি। এতে বাংলাদেশ নিয়ে বিশ্বের কাছে যে নেতিবাচক ভাবমুর্তি রয়েছে তা কেটে যাবে।

ইইউ পার্লামেন্টারি বোর্ডের প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্যের এমপি রুপার্ট ম্যাথুস ও মাদি শর্মা, ইতালির এমপি ফ্লুভিও মাটুসিলি ও আলবার্ট সিলিও, পর্তুগালের এমপি জোয়াও পেদ্রো গোমেস পেরেইরা, সান্দ্রা ক্রিস্টিনা ডি সিকুইরাস পেরেইরা ও সান্দ্রা গুদ্রো এবং ফ্রান্সের লরা ডি সিলভা।