ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রাজধানীতে হিযবুত তাহরীরের ৫ সদস্য গ্রেফতার


২৫ নভেম্বর ২০১৮ ২৩:৪৭

রাজধানীর মিরপুর হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির এসব তথ্য জানান।

তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই গ্রুপটি দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় সক্রিয় ভাবে কাজ করে আসছিল। টিম প্রধান হিসাবে কাজ করছিল তারেক মোহাম্মদ ফায়সাল। তার এই কাজ করার জন্য একটি কোচিং সেন্টারের শিক্ষক।

চৌধুরী মঞ্জুরুল জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হিযবুত তাহরীরের এক দল সক্রিয় সদস্য মিরপুর পরীবাগ এলাকায় নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছে। এসময় সেখানে অভিযান পরিচালনা করে কাগজপত্র সহ নিষিদ্ধ সংগঠনের ৫ সক্রিয় সদস্য কে গ্রেফতার করি।

গ্রেফতার কৃতরা হলেন- তারেক মোহাম্মদ ফায়সাল (৩০), তানভীর আহমেদ (২১), মোস্তফা মোরসালিন প্রাঙ্গন (২২), জামিনুর রহমান অরফে নবীন (২৬), ফারাবী খান অনিক (২১)।

এ সময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, ৩টি মডেম, একটি ল‍্যাপটপ, একটি পিসিসহ বিপুল পরিমাণ উস্কানিমূলক লিফলেট উদ্ধার করা হয়।

তাদের কল‍্যাণপুর আরটিসার কোচিং সেন্টারের শিক্ষক তারেক মোহাম্মদ ফায়সাল। সে ২০১৩ সাল থেকে হিযবুত তাহরীর সঙ্গে জড়িত। বর্তমান তারেক হিযবুত তাহরীরের মেন্টর পর্যায়ের সক্রিয় সদস্য।

এদের মধ্যে নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত, ঢাবির শিক্ষার্থী ফারাবী খান অনিক, তেজগাঁও কলেজের শিক্ষার্থী জামিনুর রহমান অরফে নবীন, মিরপুর বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদ, মোস্তফা মোরসালিন প্রাঙ্গন। তারা এই এলাকায় কর্মী সংগ্রহের কাজ করে আসছিল। আর এটা তাদের নিয়মিত কযক্রমের অংশ হিসেবে কাজ করে যাচ্ছে। এটা তাদের চলমান প্রক্রিয়া।

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, নির্বাচনকে নিয়ে তাদের কোনো সহিংসতার পরিকল্পনা নেই। কিন্তু তারা নাশকতার পরিকল্পনা করছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।