ভ্যানের চাপায় নারী নিহত

রাজধানীর শাহজাদপুরে সুবাস্ত টাওয়ারের সামনে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় মোছা. ছলেমা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার(৫সেপ্টেম্বর) দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সোয়া ৩টায় মৃত ঘোষণা করেন।
নিহত মোছা. ছলেমা ময়মনসিংহ জেলার দোপাউড়া থানার গতলাগ্রামের মৃত আলমাছ আলীর স্ত্রী। তিনি শাহজাদপুরে খিলবাড়ীরট্যাক ইসলামিয়া স্কুলের পাশে হাজী বাড়ি এলাকায় ভাড়া বাসায় মেয়ে হেলেনা বেগমের কাছে থাকতেন।
নিহতের নাতি মো.নাঈম জানান, মোছা. ছলেমার মেয়ের ছেলে হেলালকে টেলেন্ট ইন্টারন্যাশনাল স্কুল থেকে নিয়ে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় শাহজাদপুরে সুবাস্ত টাওয়ারের সামনে পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।