‘বিনা কারণে কাউকে গ্রেপ্তার করে না পুলিশ’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমাদের কথা পুলিশ মান্য করে। আমাদের কথার বাইরে পুলিশ বিনা কারণে কাউকে গ্রেপ্তার করে না। আমরা আইনমতো যতটুকু যেভাবে যাওয়ার দরকার সেভাবে যাচ্ছি। ’
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সে ক্ষেত্রে পুলিশকে নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা -এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নিয়ন্ত্রণে আছে। সেদিন আমরা সব পুলিশকে ডেকেছি, তারা এসেছে এবং আমাদের নির্দেশনা নিয়েছে। তারা কথা দিয়েছে আমাদের নির্দেশনা মোতাবেক তারা কাজ করবে। এখন পর্যন্ত তারা সেটাই করে যাচ্ছে। ’
সিইসি বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য আমরা রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করি। যার যার জেলা এবং উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনী এলাকায় নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য। রিটার্নিং অফিসার ও অ্যাসিট্যান্ট রিটার্নিং অফিসার তারা আবার প্রিজাইডিং অফিসারদের ওপর দায়িত্ব অর্পণ করে। সুতরাং আজকের কথা হলো প্রিজাইডিং অফিসারদের ফোকাস করা হয়েছে যে তারা তো মাঠে থাকবে। তাই ম্যাজিস্ট্রেটগণ যেন প্রিজাইডিং অফিসারদের যেকোনো বিষয়ে সহযোগিতা করে ।
আরকেএইচ