ইভিএম নিয়ে সিদ্ধান্ত আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে এটা মোটামুটি নিশ্চিত। তবে কয়টি আসনে কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক ‘একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে ভোটকেন্দ্র নির্ধারণ’ এবং ‘জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিতকরণ’ শীর্ষক দুটি এজেন্ডা নিয়ে আলোচনা হবে।
শুক্রবার এক অনুষ্ঠানে সিইসি বলেছিলেন, ‘আমরা সংসদ নির্বাচনে ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। কত আসনে কীভাবে ইভিএম ব্যবহার হবে, সেটা এখনও ঠিক করিনি। শনিবার মিটিং হবে, সেদিন এটা পরিষ্কার হবে।’
আরকেএইচ