কি করব আমরা তখন :কাদের

নির্বাচন থেকে বিএনপি সরে আসলে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘কি করব আমরা তখন!হাতে-পায়ে ধরব, হাতে-পায়ে ধরব?’আজ বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কয়েকদিন আগে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘ইসি তাদের সব দাবি মেনে না নিলে তারা যেকোনো মুহূর্ত নির্বাচন থেকে সরে আসবে।এই প্রসঙ্গে’ওবায়দুল কাদের বলেন, ‘কি করব আমরা তখন। হাতে-পায়ে ধরব, হাতে-পায়ে ধরব?তবে,আমার ধারণা তারা নির্বাচন থেকে সরবে না।’
আওয়ামী লীগের এ নেতা বলেন,‘সব অভিযোগ মেনে নিতে হবে এমন তো নয়। অভিযোগ খতিয়ে দেখা উচিত। আমাদের অভিযোগ হোক, বিএনপির হোক বা নির্বাচনে অংশ নেয়া যে কোন দল হোক তাদের অভিযোগ খতিয়ে দেখা দারকার। অভিযোগ খতিয়ে দেখতে হবে।’
বিএনপির সাক্ষাতকারে তারেক রহমানের সম্পৃক্ততার ব্যাপারে তিনি বলেন, ‘তারেক জিয়ার লন্ডন থেকে ঢাকায় ভিডিও কনফারেন্স নিয়ে আমাদের অভিযোগ ছিল ? অভিযোগ ছিল না। ইসি বলছে এটা তাদের এরিয়া কাভার করে না দেশের অভ্যান্তরে।স্কাইপির মাধ্যমে কনফারেন্স এটা বাইরের ব্যাপার। এটা অন্যভাবে প্রচলিত আইনে করা যায়। কিন্তু তাদের যে এরিয়া সে এরিয়া কাভার করে না।সেখানে তো আমরা অভিযোগ করেছিলাম।’