ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিএনপির মনোনয়নপ্রত্যাশী লাশ: ব্যবস্থার নির্দেশ সিইসির


২৩ নভেম্বর ২০১৮ ২৩:০৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নূরুল হুদার কাছে দেওয়া তালিকার মনোনয়নপ্রত্যাশী বিএনপির পাঁচ নেতার মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে। গত বুধবার তালিকা জমা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে যশোর জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুবক্কর আবুর লাশটি পাওয়া যায়। বিষয়টি সিইসি প্রথমে না জানলেও পরে দোষীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেবেন বলে জানিয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপি যে মামলার তালিকা দিয়েছিল, সেখান থেকে এক মনোনয়নপ্রত্যাশীর লাশ বুড়িগঙ্গাতে পাওয়া গেছে জানিয়ে বিষয়টি নিয়ে তার মন্তব্য কী জানতে চাইলে সিইস বলেন, ‘পুলিশ ফৌজদারি মামলা করবে। আমরা তো কিছু করতে পারব না। কী ঘটনা ঘটেছে সেটা তো জানি না। ক্রিমিনাল কেস হবে, ইনভেস্টিগেশন করবে পুলিশ। দেখবে, কীভাবে তাকে মারা হয়েছে। এ ব্যাপারে তো আমার বলার কিছু নাই।’

নিহত যশোর জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুবক্কর আবুকে আটক করা হয়েছিল। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় তার নাম ছিল। তবে ‘কী ঘটেছিল জানি না’ এমন মন্তব্য করার পর সাংবাদিকরা আবুর আটক ও তালিকায় নামের ব্যাপারে জানতে চান সিইসির কাছে। উত্তরে নূরুল হুদা বলেন, ‘আইনগতভাবে তারা দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে নেবে। এটা নির্দেশ থাকবে পুলিশের ওপরে।’