ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বাড্ডায় গৃহবধূ আত্মহত্যা


২৩ নভেম্বর ২০১৮ ০৫:০৮

ফাইল ফটো

রাজধানীর উত্তর বাড্ডায় মমতাজ আক্তার (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর বাড্ডা সাতারকুল জামতলা ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় নিহতের স্বামী মো. জয়নাল উদ্ধার করে সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জয়নাল জানান, ছোট মেয়ে জিনিয়া আক্তার(৮)খেলাদুলা করায়ও দুষ্টামি করাতে তাকে মারধর করলে পরে নিজে এসে স্ত্রীকে গালিগালাজ করে তাকে চড়-থাপ্পড় দেওয়াতে অভিমান করে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঢামেক ক্যাম্পের এস আই বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার কুলিন কন্টা গ্রামের জয়নাল এর স্ত্রী। তার বাবার নাম নাম মৃত মজিবুর রহমান।
বর্তমানে উত্তর বাড্ডা সাতারকুল জামতলা নাদিমের বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।এক কন্যা সন্তানের জননী ছিলেন তিনি।