ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সেনাবাহিনী সদা প্রস্তুত : সেনাপ্রধান


২৩ নভেম্বর ২০১৮ ০১:১৯

ফাইল ফটো

সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘দেশের যেকোনো প্রয়োজনে সাড়া দিয়ে জনগণের সঙ্গে একাত্ম হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে সেনাবাহিনী সদা প্রস্তুত। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আদর্শিক প্রেরণায় সেনাবাহিনীর সদস্যগণ অর্পিত সকল দায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছে। বাংলাদেশের সেনাবাহিনী জঙ্গি দমন থেকে শুরু করে দেশের মঙ্গলে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে।’ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত সেনাসদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে দেশ ও দেশের বাইরে নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শোক ও শ্রদ্ধা জানান সেনাপ্রধান।

অনুষ্ঠানে এই প্রথমবারের মতো শান্তিকালীন সময়ে প্রশংসনীয় এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৯ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ১৯ জন সেনা সদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আরকেএইচ