ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


খালেদার সাজা স্থগিত চেয়ে আবেদন


১৯ নভেম্বর ২০১৮ ২০:৩০

ফাইল ফটো

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে এ মামলায় খালেদা জিয়ার জামিনও চেয়েছেন তার আইনজীবীরা। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট ‌‘অন রেকর্ড’ জয়নুল আবেদীন তুহিন বাদী হয়ে এ আবেদন করেন। আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার আইনজীবী একে এম এহসানুর রহমান জানান, আমরা আপিল আবেদন দাখিল করেছি। এখন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

গত ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালত পাঁচ বছর কারাদণ্ড দিলেও হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ সাজা বাড়িয়ে ১০ বছর করার আদেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এ সময় নিম্ন আদালত বলেন, মামলায় তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছর সাজা দিলেও মুখ্য আসামিকে বয়স ও সামাজিক মর্যাদার কথা বিবেচনায় কম দণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর থেকেই কারাবন্দী রয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করে দুদক। এতে এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা অনুদানের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
আরকেএইচ