ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আলোকচিত্রী শহিদুলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন


১৮ নভেম্বর ২০১৮ ১৮:২৬

ফাইল ফটো

আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ রোববার বেলা ১১ টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

এদিন দুপুরে চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে জানা গেছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা এক মামলায় শহিদুল আলমের জামিন গত ১৫ নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্ট। তবে জামিন আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন তারা।

গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে শহিদুলকে গত ৫ আগস্ট রাতে আটক করে ডিবি পুলিশ।

মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।